তালোড়া ইউপি নির্বাচনে জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী অশোক দেবের গণসংযোগ
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হানঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১জুন। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও কর্মী-সমর্থকদের ব্যস্ততা ততই বেড়েই চলেছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে গণসংযোগ করে ভোট প্রার্থনা করছেন। শুক্রবার বিকেলে তালোড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার দেব এর পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স। এসময় চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার দেব, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার দুলু, জাপা নেতা কায়ছার আলী সহ উপজেলা, পৌর ও তালোড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।