fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

বগুড়া টু কাহালু চারমাথা সড়কটি সংস্কারের জন্য মাননীয় সড়ক ও সেতুমন্ত্রীর নিকট ডিও লেটার দিলেন এম পি মোশারফ হোসেন

কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ মাননীয় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর নিকট পৌঁছে দেওয়া জন্য বগুড়া রেলগেট টু কাহালুর চারমাথা সড়কটি ২০২১-২২ অর্থ বছরে পিএমপি (সড়ক মেজর) কমসূচীর আওতায় নিয়ে আসা সহ কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়নের জন্য ডিও লেটার মার্ক করে সচিবকে বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে দিয়ে আাসলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

seventeen − one =

Back to top button
Close