দুপচাঁচিয়ায় আ’লীগ নেতা সাংবাদিক সরওয়ার খানের ইন্তেকাল
দুপচাঁচিয়া সংবাদদাতা আবু রায়হান : বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রবীণ সাংবাদিক, এম, সরওয়ার খান(৬৮) ১৭জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি………..রাজিউন)। তিনি দুপচাঁচিয়া পৌরসভার তেমাথা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়ে, পুত্রবধু ও এক নাতনী সহ অসংখ্য গণমাধ্যম সহকর্মী এবং গুনগ্রাহী রেখে গেছেন। এদিন বেলা সাড়ে ১১টায় তাঁর প্রথম জানাজার নামাজ দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ও পরে তাঁর গ্রামের বাড়ি উপজেলার গুনাহারে বাদ যোহর দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য গত ১৩জুন রাতে তাঁর একমাত্র ছেলে জিয়া হায়দার খান সেতু(৪১) মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন।