হজ্জ ও ওমরাহ পালন করতে গিয়ে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে জাতীয় সংসদে কথা বললেন -এম পি মোশারফ হোসেন
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ পবিত্র কাবা শরীফে হজ্জ ও ওমরাহ পালন করতে গিয়ে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সে বিষয়ে জাতীয় সংসদে হজ্জ ও ওমরাহ ব্যবস্থাপনার উপর বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন। তিনি বলেন, মাননীয় স্পিকার পবিত্র কাবা শরীফে হজ্জ ও ওমরাহ পালন করার লক্ষ্যে আমাদের দেশের অনেক লোক হজ্জ এজিন্সের নিকট টাকা জমা দেন কাবা শরীফের নিকটবর্তী বাসা ভাড়ার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় তাদেরকে কাবা শরীফ হতে ৮/১০ কিঃমিঃ দূরে বাসায় থাকতে হয়। এতে করে হজ্জ যাত্রীদের অনেক অসুবিধা হয়। হজ্জ যাত্রীদের যেন কোন অসুবিধা না হয় মাননীয় স্পিকার খেয়াল রাখতে হবে। এছাড়াও তিনি বক্তব্যে আর বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষের জীবনের নিরাপত্তা আছে। কে কোন দল করল বা কোন দল করল না, আইন সবার জন্য সমান। আমরা দেখেছি ইসলামী স্কলার আদনান যে নিখোঁজ হয়েছেন, সেই আদনানের বিষয়ে তার পরিবার কেউ জানতে পারছেন না। অনেক পত্রিকায় এসেছে, পুলিশ নাকি এখানে অনীহা প্রকাশ করছে। মামলা নিয়ে তার খোঁজ করবে, সেটা কিন্তু করছে না। মাননীয় স্পিকার আইন সবার জন্য সমান হওয়া উচিত। অপরদিকে নায়িকা পরীমণিকে নিয়ে তিনি সংসদে আলোচনা করেন।