বগুড়ায় বিশ্ব রক্তদাতা দিবস পালন করলো হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ
সঞ্জু রায় : ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ এর আয়োজনে উপশহর হাকিরমোড় এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে এবং একই সাথে সকলকে উদ্বুদ্ধ করা হয়েছে বিপদে একে অপরের জন্যে রক্তদানের মতো মহৎকাজে অংশগ্রহণ করার জন্যে।
প্রধান অতিথি হিসেবে সকালে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান হিমু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ এবং ফোর আর আধুনিক হাসপাতালের পরিচালক ডা: মো: রেজাউল করিম। দিনব্যাপী কর্মসূচীতে এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ বগুড়ার সাধারণ সম্পাদক সানমুন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক নিবির দাস দীপ্ত , নারী বিষয়ক সম্পাদক শাফিয়া সুলতানা বন্যা, প্রচার সম্পাদক সুখময় সরকার, অর্থ সম্পাদক ইয়াছির আরাফাতসহ সাব্বির, কাব্য, স্নেহ, রিয়াদ, রউফ, রাব্বি, সাবিত প্রমুখ। মানবতার সেবায় কাজ করা এই সংগঠনটি পর্যায়ক্রমে বগুড়া পৌরসভার ২১ টি ওয়ার্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ নিশ্চিত করণ ও নতুন রক্তদাতা উদ্বুদ্ধকরনে এই কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।