ধস্তাধস্তির একপর্যায়ে হাত ভেঙে যায় গৃহবধুর ॥ লম্পট গ্রেপ্তার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুরে এক গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাইম হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নাইম হোসেন উপজেলার আমরুল ইউনিয়নের পলিপালাশ গ্রামের নায়েব আলী মন্ডলের ছেলে।
সোমবার দুপুর ১টার দিকে নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, উপজেলার পলিপালাশ গ্রামের ওই গৃহবধুর স্বামী রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করেন। নন্দিগ্রাম উপজেলায় কাজের উদ্যেশ্যে রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। রাতে স্বামী বাড়িতে না ফেরায় এই সুযোগে প্রতিবেশী নাইম রাত আড়াইটার দিকে কৌশলে টিনের ঘরের ফাঁক দিয়ে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে পড়ে গিয়ে গৃহবধুর এক হাত ভেঙে যায়। এসময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট নাইম পালিয়ে যায়। গুরুতর আহত ওই গৃহবধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।