কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুর পাইকড় ইউনিয়নে ইট সোলিং কাজের উদ্বোধন
কাহালু (বগুড়া) প্রতিনিধি এম এ মতিন: বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পাঁচখুর গ্রামে ইট সোলিং কাজের উদ্বোধন করা হয়। ইট সোলিং কাজের উদ্বোধন করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পাইকড় ইউ পির সচিব মো. তাজুল ইসলাম সহ অত্র ইউ পির অন্যান্য সদস্যবৃন্দ ও অত্র গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন।