কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুতে সড়ক দূর্ঘটনায় কভার্ড ভ্যান চালকের মৃত্যু
এম এ মতিন কাহালু প্রতিনধিঃ রোববার বিকেলে বগুড়া-নওগাঁ মহাড়কের কাহালু ভেঁপড়া নামক স্থানে বাসের ধাক্কায় কভার্ড ভ্যান চালক মনিরুজ্জামান মনির (২০) ঘটনাস্থলে মারা যান।
নিহত মনিরুজ্জামান মনির বগুড়া জেলার সদর উপজেলা নিশিন্দারা ধমকপাড়ার জহুরুল ইসলামের পুত্র। কাহালু থানার এস আই নাজমুল হক সড়ক দূর্ঘটনায় মনিরুজ্জামান মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।