শাজাহানপুরে শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান: বগুড়ার শাজাহানপুরে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখাকে গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সহ সভাপতি মতিউর রহমান বাবুলের সভাপতিত্বে এবং য্গ্মু সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান টুকু।
প্রধান বক্তার বক্তার বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক ইউনুস আলী সোনার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন, শাহাদত হোসেন, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন, মজিবুর রহমান, এনামুল হক দিপু, মনির হোসেন, শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, মহিদুল ইসলাম নূর, মুকুল হোসেন, প্রচার সম্পাদক মিন্টু মিয়া, সহ প্রচার সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র শীল, অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ, শ্রমিকলীগ নেতা লেমন, শফিক, মোস্তাফিজার রহমান প্রমুখ।