কাহালুতে বিষ প্রয়োগ প্রায় ২৪ লাখ টাকার মাছ নিধন থানায় লিখিত অভিযোগ
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামের ২.৩৬ একক পুকুরে বিষ প্রয়োগ করে অনুমান ১২ কেজি পাবদা মাছের ধানী নিধন করায় থানায় ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের মৃত ওসমান জায়দারের পুত্র ফজলুর রহমান।
লিখিত অভিযোগে উল্লেখ করেন, উক্ত পুকুর আমি, জামিল হোসেন, আব্দুস সাত্তার ও ফজেল আকন্দ গণ দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছি। কিন্তু একই গ্রামের নুর ইসলাম ওরফে কুদ্দুস, জায়দার, সেলিম জায়দার, আব্দুল গোফ্ফার, হুদা ও রাজু উক্ত পুকুর জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি ধামকি দিয়া আসিতেছে।
গত ০৯/০৬/২০২১ইং তারিখ বিকেল অনুমান ৪ ঘটিকায় উক্ত ৫ ব্যক্তি সহ অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জন ব্যক্তি প্্ূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠি সোটা, লোহার রড, হাসুয়া সহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমাদের উক্ত পুকুর পাড়ে অনাধিকার প্রবেশ করিয়া জোরপূর্বক পুকুর দখল করার চেষ্টা করে। আমরা বাধা দেওয়ায় উক্ত পুকুরে বিষ ছিটাইয়া দিয়া তাহারা চলিয়ে যায়। পুকুর থাকা অনুমান ১২ কেজি পাবদা মাছের ধানী যার মুল্যে প্রায় ২৪ লাখ টাকা ক্ষতি সাধন হয়।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ এর সাথে কথা বলা হলে তিনি গত ১০/০৬/২০২১ইং তারিখে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানান ।