বগুড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শাজাহানপুর ও সোনাতলা
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান: বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ (বালক) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ (বালিকা) ফাইনাল খেলায় শাজাহানপুর ও সোনাতলা উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকালে বগুড়া বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে দুই পর্বে এই চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ (বালক) ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে বগুড়া পৌরসভা কে পরাজিত করে জয় লাভ করে শাজাহানপুর উপজেলা।
অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ (বালিকা) বিভাগে ফাইনাল খেলায় শাজাহানপুর উপজেলা একাদশকে হারিয়ে জয় লাভ করে সোনাতলা উপজেলা একাদশ।
খেলায় বালক বিভাগে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে বগুড়া পৌরসভার আল আমিন। বালিকা দলে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে সোনাতলা উপজেলা একাদশের মিরা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক জিয়াউল হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বগুড়া পৌরসভার প্যালেন মেয়র আলহাজ শেখ, শাজাহানপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান প্রমুখ।