বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
বগুড়ায় হেরোইনসহ কিশোর গ্রেপ্তার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান: বগুড়ার শাজাহানপুরে সাড়ে তিন গ্রাম হেরোইন সহ সুজন (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার শাহনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন উপজেলার দুরুলিয়া মধ্যপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাজাহানপুর উপজেলার শাহানগর বাজারের পশ্চিমপাশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে দুবলাগাড়ি-কচুয়াদহ রাস্তার উপর থেকে সাড়ে তিন গ্রাম হেরোইনসহ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্পেশাল কোম্পানী র্যাব-১২ বগুড়ার ভারপ্রপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।