বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
শিবগঞ্জ মহাস্থান বন্দরে মৌবন আবাসিক হোটেল থেকে খদ্দের- পতিতাসহ ১০ জন আটক
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার মহাস্থান মৌবণ আবাসিক বোর্ডিংয়ে এস আই আলহাজ ও এস আই শহিদুলের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ দেহ ব্যবসায়ী ও ৫ খদ্দের কে আটক করে।
বোর্ডিংয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ৩য় তলায় গোপন কক্ষ থেকে তাদের আটক করা হয়।
এর আগেও গত রবিবার বিকেলে মহাস্থান মাদ্রাসা গেট সংলগ্ন নিবেদিকা আবাসিক গেস্ট হাউজে শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে এক পতিতাসহ হোটেল ম্যানেজার তোফাকে আটক করেন।
ঐতিহাসিক স্থানে এমন অসামাজিক অনৈতিক কর্মকান্ড চলায় জন সাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।
সেই সাথে এলাকাবাসী মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রঃ) মাযার এলাকায় পাথর পট্রি ও কিছু আবাসিক বোডিংয়ে অসামাজিক কর্মকান্ড বন্ধ করতে পুলিশ প্রশাসনের প্রতি অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।