বগুড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান: বগুড়ার শাজাহানপুরে ৮৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃরা হলো নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ব্রাক্ষণগাও গ্রামের শহিদ মোল্লার ছেলে শাহাদত মোল্লা (৩৪) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া লকমা গ্রামের নিজাম মন্ডলের ছেলে বকুল ইসলাম (৩৩)।
এঘটনায় মঙ্গলবার বিকেলে শাজাহানপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২ টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদ্রাসার সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিফ আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় দিনাজপুর সিমান্তবর্তি এলাকা থেকে আসা নারায়নগঞ্জগামী একটি পালসার মটরসাইকেল থামিয়ে তল্লাশী চালিয়ে তেলের ট্যাংকির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫৪ বোতল ফেন্সিডিল সহ মটরসাইকেল চালক শাহাদত মোল্লাকে গ্রেপ্তার করা হয়্। এরপর একই স্থানে একতা পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস থামিয়ে বডি ফিটিং ৩৪ বোতল ফেন্সিডিল সহ বকুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।