বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
জেলার শ্রেষ্ঠ এসআই শাজাহানপুর থানার শামীম হাসান
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মনোনীত হয়েছেন।
গুরুত্বপূর্ণৃ মামলার রহস্য উদ্ঘাটনকারী হিসেবে সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া (বিপিএম-বার) তাকে এই সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোতাহার হোসেন, ওসি ডিবি আব্দুর রাজ্জাক ও শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।