দুপচাঁচিয়া জিয়াউর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান: সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর মেইল বাসস্ট্যান্ড জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মফিজ উদ্দিন, পৌর বিএনপি নেতা আখতারুজ্জামান তুহিন, থানা যুবদলের যুগ্মআহবায়ক মোজাফ্ফর রহমান টিটু, মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ সরদার, গোবিন্দপুর যুবদল নেতা আব্দুল আলিম আতা মেম্বার, থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মেহেদী হাসান, আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবকদল নেতা মন্টু প্রামানিক, আব্দুল গোফ্ফার, ছাত্রদল নেতা ফজলে রাব্বী, নাইছ সরদার, মশিউর রহমান, রাকিব হাসান, শ্রমিকদলের পৌর আহবায়ক মুক্তার, শ্রমিকদল নেতা ওয়াসিম মহলদার, সোহেল হোসেন, রবিউল ইসলাম রবি, আরিফ হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুর রাজ্জাক।