কাহালুতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন
কাহালু প্রতিনিধি এম এ মতিনঃ শনিবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ কোয়াটার চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর কার্যক্রম এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু)
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোশারফ হোসেন, ভেটেরিনারী সার্জন ডাঃ একরামুল হক মন্ডল, কাহালু থানার এস আই নাজমুল হক, কাহালু মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, উক্ত দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২৫টি স্টল অংশগ্রহন করে।