করোনা মোকবেলায় কার্যক্রম গ্রহণে বগুড়ায় লায়ন্স ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত
সঞ্জু রায়, বগুড়া : কোভিড-১৯ মোকাবেলায় করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে শহরের দত্তবাড়ি লিলিয়ান চাইনিজ রেস্টুরেন্টে বগুড়ার ৪টি লায়ন্স ক্লাবের সদস্যবৃন্দের অংশগ্রহণে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
হেড কোয়ার্টার এর রিজিওন চেয়ারপারসন এবং বগুড়া সিটি ক্লাবের লায়ন সুলতান মাহমুদ চোধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যৌথ সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন হেড কোয়ার্টার এর রিজিওন চেয়ারপারসন বগুড়া সাফা ক্লাবের লায়ন মনজুর কাদির, বগুড়া তন্ময় ক্লাবের প্রেসিডেন্ট লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী এবং বগুড়া সংশপ্তক ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন দেবদুলাল দাস। এসময় উপস্থিত ছিলেন লায়ন নূর-এ আলম চৌধুরী, লায়ন মো: শাহজাহান আলী, লায়ন রাকিব হোসেন, লায়ন পাপ্পু, লায়ন জাকিরসহ বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ। সভায় কোভিড-১৯ মোকাবেলায় বগুড়াতে সন্মিলিতভাবে গণসচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন পয়েন্টে প্রচারনা, মাইকিং, ভাল মানের মাস্ক বিতরণের ভ্রাম্যমাণ কর্মসূচিসহ বিভিন্ন কর্মপরিকল্পনা গৃহীত হয়।