শাজাহানপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তৃণমূল শিশুদের মাঝে খাবার বিতরন
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান: বিএনপির প্রতিষ্ঠাত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে তৃণমূল শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার খরনা ইউনিয়নের উমরদীঘি বাজার এলাকায় এই খাবার বিতরন করা হয়। এছাড়া একইদিন বাদ আছর উমরদীঘি বাজার কেন্দ্রিয় জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান নিলু, সদস্য এনামুল হক শাহিন, হারেছ উদ্দিন, আনোয়ার মাষ্টার, শাহিনুর রহমান শাহিন, যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, বিএনপি নেতা মোহসিন, বাদশা, জাহাঙ্গীর, বেলাল, হেলাল, মোহসিন আলী রাজু, আমিনুল, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন রকি, যুবদল নেতা সাজেদুর রহমান সাজু, সানোয়ার, আবুল কাসেম, বাবুল আকতার, জিয়াউল, জয়নাল, ছাত্রদল নেতা মামুন, জিহাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া নাইম প্রমুখ।