তালোড়ায় জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্র্ষিকী পালিত
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান: দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবাল বাদ মাগরিব তালোড়া রেলঘুমটি জামে মসজিদে তালোড়া পৌর ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল জলিল খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাহিছুর রহমান কাজল, বিএনপি নেতা খাদেমুল ইসলাম, তানভির আহম্মেদ ফেরদৌস, আপেল আহম্মেদ, হেলাল উদ্দীন, থানা যুবদল নেতা মিজানুর রহমান পলাশ, তালোড়া পৌর যুবদল নেতা মুমিন, হাফিজার রহমান, আব্দুল হাই, দুলাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ আহম্মেদ, কৃষকদল মাহমুদ, থানা ছাত্রদল নেতা মুরাদ হোসেন রনি, তালোড়া পৌর ছাত্রদল নেতা হাসিনুর হাসান দিপু, নাঈম, আহসান হাবিব, রাসেল, আলামিন, তালোড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাছেল আহম্মেদ প্রমূখ।