বগুড়ায় ফেন্সিডিল সহ দুই নারী মাদক কারবারী গ্রেপ্তার
শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমানঃ বগুড়ায় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার জাহাঙ্গীরাবাদ শাকপালা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উছনা পশ্চিমপাড়ার মৃত রফিক মন্ডলের মেয়ে নাছিমা বেগম (৪১) একই উপজেলার নগরগাছি পূর্বপাড়ার মৃত হেলাল উদ্দীনের স্ত্রী রেহেনা বেগম (৩০)।
গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এর মূল গেটের উত্তর পার্শ্বে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে জনৈক কামাল রেশন ষ্টোরের সামনের ফাঁকা জায়গা হতে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।