বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বগুড়ায় বিএসটিআই’র অভিযানে অনুমোদনবিহীন ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২৬টি জার ধ্বংসকরণ ও নিয়মিত মামলা দায়ের
প্রেস রিলিজঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নিয়মিত সার্ভিল্যান্স অভিযানের অংশ হিসেবে ৩০ মে ২০২১ খ্রিঃ তারিখে বগুড়া সদরে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং অনুমোদনবিহীন জারে ড্রিংকিং ওয়াটার বিক্রি-বিতরণ করায় সদরের দত্তবাড়ী মোড়ে মেসার্স জমজম ড্রিংকিং ওয়াটার এর ২৬(ছাব্বিশ)টি পানিভর্তি জার জব্দ করে ধ্বংস করা হয় এবং নিয়মিত মামলা দায়ের করা হয়। অভিযান পরিচালনা করেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ জুলফিকার আলী। ভোক্তাসাধারণের জন্য নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।