বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালকের মৃত্যু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি জিয়াউর রহমান: বগুড়ার শাজাহানপুরে ট্টাকের ধাক্কায় ফল্টু মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সাজাপুর ফুলতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফল্টু মিয়া বগুড়ার গাবতলী উপজেলার চারাধিকা গ্রামের কিসামত মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইন্চার্জ একেএম বানিউল আনাম জানান, ফল্টু মিয়া মটরসাইকেল নিয়ে বগুড়া দিক থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক সজোরে ধাক্কা মারলে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্হলেই মারা যান ফলৃটু মিয়া। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।