দুপচাঁচিয়ায় প্রগতি সংঘের সভাপতির আত্মহত্যা
দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান: প্রগতি সংঘ ধোকরকোলা দুপচাঁচিয়ার সভাপতি ও উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সাবেক পিয়ন উজ্জল মিস্ত্রী(৪৭) গত বুধবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত উজ্জল দুপচাঁচিয়া পৌর এলাকার ধোকরকোলা মহল্লার কোরবান মিস্ত্রীর ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উজ্জল যথারীতি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তাঁর স্ত্রী নফল রোজা থাকার কারণে শেষ রাতে উজ্জল তাকে সেহেরী খাবার জন্য ডেকে তোলেন। সেহেরী খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন সকালে তার স্ত্রী সহ বাড়ির অন্যান্য লোকজন উজ্জলকে সানসেটের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী জানান, ধারনা করা হচ্ছে হতাশাগ্রস্থ হয়ে উজ্জল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। তার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন প্রগতি সংঘ ধোকরকোলার সাবেক সভাপতি আবু কালাম আজাদ, সহসভাপতি সূজা সাখিদার, সাধারণ সম্পাদক এম,ডি শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী রতন, কোষাধ্যক্ষ গোলজার হোসেন শেখ, দপ্তর সম্পাদক রেজাউল করিম জুয়েল, ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির আহম্মেদ সাবু, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রনি সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।