বগুড়ায় ২টি বার্মিজ চাকুসহ এক যুবক গ্রেফতার
সঞ্জু রায়, বগুড়া : বগুড়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সোমবার রাতে শহরের চারমাথা টার্মিনাল এলাকা থেকে ২টি বার্মিজ চাকুসহ এক যুবককে গ্রেফাতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলেন, সদর উপজেলার দক্ষিন গোদারপাড়া এলাকার শাকিল হোসেনের ছেলে শিহাব (৩০)। জানা যায়, ডিবির প্রতিদিনের নিয়মিত অভিযানে চারমাথা এলাকায় গ্রেফতারকৃত শিহাব কে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। কোন কারণ ছাড়াই এতরাতে টার্মিনাল এলাকায় ঘোরাঘুরির কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তার কাছে পাওয়া যায় দুটি অত্যাধুনিক ফোল্ডিং বার্মিজ চাকু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কিছু জানা না গেলেও ছিনতাই এর উদ্দেশ্যেই অস্ত্র নিয়ে চলাফেরা বলে ধারণা করেন ডিবির সদস্যরা।
এ প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। জেলায় সর্বদা সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্যে ডিবির এমন অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।