বগুড়ায় এসি বাসের যাত্রীর কাছে মিললো দেড় কেজি গাঁজা
সঞ্জু রায়, বগুড়া : বগুড়ায় সোমবার দুপুরে মাটিডালি বিমান মোড়ে ঢাকা থেকে রংপুরগামী একটি এসিবাসে অভিযান চালিয়ে বাসে থাকা যাত্রীর বেশে এক মাদকব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মৃত লাবলু খন্দকারের পুত্র মিল্লাত খন্দকার (৩৪)। সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি সেলিম রেজার নির্দেশনায় এস.আই মিঠুন সরকার, এস.আই মুক্তার হোসেনসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে সন্দেহভাজনভাবে ঢাকা থেকে ছেড়ে আসা একটি রংপুরগামী একটি এসিবাস কে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসের উপরের বক্সে রাখা একটি সাদা-হলুদ রং এর প্লাস্টিকের বাজার করা ব্যাগ পাওয়া যায় যেখানে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় পুলিশ উদ্ধার করে দেড় কেজি গাঁজা। পরে ব্যাগের মালিককে খুঁজলে নানা জিজ্ঞাসাবাদের পর উক্ত বাসেই থাকা এফ-১ সিটের যাত্রী মিল্লাত তার দোষ স্বীকার করে তারই ব্যাগ মর্মে স্বীকার করে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে জেলায় পোষাকে ও সাদা পোষাকে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদকের সাথে সম্পর্কিত কাউকেই শেষ পর্যন্ত ছাড় দেয়া হবে না মর্মে তিনি সময় থাকতেই সকলকে সৎ পথে আসার আহ্বান জানান।