মেডিকেল চান্স পাওয়া শিক্ষার্থীর পাশে সরকারি আ: হক কলেজের অধ্যক্ষ
সঞ্জু রায়, বগুড়া : চট্টগ্রাম মেডিকেলে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী পঞ্চমী রানীর পাশে দাঁড়িয়েছেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী। ভর্তি কার্যক্রমে সহায়তার জন্য সোমবার সকালে সেই মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহতাব হোসেন মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হোসেন প্রমুখ। অর্থ সহায়তা প্রদানকালে অধ্যক্ষ সেই শিক্ষার্থী পঞ্চমীকে জীবনযুদ্ধে কখনো হার না মানার অনুপ্রেরণা দেন। সেই সাথে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখার মনোভাব গঠনের মাধ্যমে চিকিৎসা সেবার মতো এমন মহৎ পেশায় অধ্যয়নের মাধ্যমে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, পঞ্চমী বগুড়া শিবগঞ্জের বামুনিয়া এলাকার দরিদ্র পরিবারের সন্তান। তারা বাবা একজন দিনমজুর। চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন কিন্তু অর্থাভাবে মেধাবী পঞ্চমী ভর্তি হতে পারছেন না এমন সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে রবিবার বগুড়া জেলা প্রশাসকও তাকে ভর্তির জন্যে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।