সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা পর্যবেক্ষণ করে শেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) সংবাদদাতা
সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা পর্যবেক্ষণ করে বগুড়ার শেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে চুরি যাওয়া দশ হাজার টাকার মালামাল, নগদ ৪৮০০ টাকা ও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২০মে) বিকেলে গ্রেপ্তারকৃতদের বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার (১৯মে) দিনগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে মনির হোসেন (২৮), একই ইউনিয়নের ধড়মোকাম গ্রামের খাদেমুল ইসলামের ছেলে শেখ সাদী (২৯) ও কুসুম্বী ইউনিয়নের মধ্যজামুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজুল হক (২৭)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, বিগত ১৫মে উপজেলার শেরুয়া বটতলা বাজারস্থ পলাশ মার্কেটে অবস্থিত আরিফুল ইসলামের মালিকানাধীন একটি দোকানে দুঃসাহসিক চুরির