শেরপুরে প্রতারনা মামলায় ব্যবসায়ী আটক
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি)
শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী ব্যবসায়ী মাহমুদুন্নবী রিপনকে (৩৪) গত ৮ মার্চ সোমবার বিকেলে তুরাগ থানার খালপাড় এলাকা থেকে আটক করে নিয়ে আসে। গতকাল ৯ মার্চ মঙ্গলবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, উপজেলার গাড়িদহ ইউনিনের জুয়ানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মাহমুদুন্নবী রিপন অল্প সময়ে শিল্পপতি হওয়ার আশায় ডিআরবি ব্যাবসার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে চেক ও ষ্ট্যাম্প দিয়ে বাঁকিতে মালামাল কিনতো। মালামাল বিক্রি করে কিছু টাকা দিয়ে মির্জাপুর ইউনিয়নের সাগরপুর এলাকায় জমি কিনে ফিডমিল, হ্যাচারী ও পুকুরের ব্যবসা শুরু করে। আর কিছু টাকা দিয়ে মোটা অংকের লোনের আশায় ব্যাংকের সাথে লেনদেন শুরু করে। এদিকে ব্যাংক লোন করতে না পারাায় ব্যবসায়ীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় সে গা ঢাকা দেয়। পরবর্তীতে ব্যবসায়ীরা তার বিরুদ্ধে চেক ও ষ্ট্যাম্প জালিয়াতীর ৮ টি মামলা দায়ের করেন। ওই মামলাগুলো চলা অবস্থায় বিজ্ঞ আদালত ৩ টি মামলায় ১ বছর করে ৩ বছরের সাজা দেন এবং আরো ৫ টি মামলায় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। অনেকদিন খোজাখুজির পর শেরপুর থানা পুলিশের এসআই আব্দুস সালাম গোপন সংবাদ পেয়ে এএসআই মিলনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার বিকেল ৫ টায় গাজিপুর জেলার তুরাগ থানার খালপাড় এলাকার আলিফ ডিপার্টমেন্টাল স্টোর থেকে তাকে আটক শেরপুর থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পলাতক থাকায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।