শেরপুর পৌরসভার নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় একজন ‘ভুয়া ভোটারকে’ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে শেরপুর ডিজে হাইস্কুলের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। তাকে ৭ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌরসভা নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনিয়ম কিংবা বিশৃঙ্খলা আমরা বরদাশত করবো না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আটক ভুয়া ভোটারের নাম আবু সাঈদ। সে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে ।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শেরপুর পৌরসভাসহ দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার ইভিএমে ভোট হচ্ছে ২৮টিতে। বাকি ৩২টিতে ব্যালটে ভোট নেয়া হচ্ছে। তবে দ্বিতীয় ধাপের এই পৌর নির্বাচনে সহিংসতার শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।