শেরপুর প্রেসক্লাবে নবাগত ওসি’র মতবিনিময়
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি)
শেরপুরে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শহিদুল ইসলামের শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধাবর (২৮ অক্টোবর) সন্ধা ৬টায় শেরপুর বাসষ্ট্যান্ড প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহি সদস্য নিমাই ঘোষ, সহ সভাপতি আব্দুল মান্নান, কার্যনির্বাহি সদস্য শাহ জামাল কামাল, সাবেক সাধারণ সম্পাদক সুজিত বসাক, সদস্য আব্দুল হামিদ, শহিদুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, উৎপল মালাকার, প্রবির মহন্ত, আবু জাহের, অশোক সরকার, শাকিল আহমেদ, মাহফুজ আহম্মেদ প্রমুখ।
নবাগত ওসি শহিদুল ইসলাম বলেন, সাংবাদিক জাতির বিবেক, আপনাদের কলমের মাধ্যমে অপরাধ তুলে আসবে, আর সেই অপরাধ দমন করতে আমরা সার্বক্ষনিক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।