বগুড়ার শেরপুরে পূজামন্ডপে জি.আর চাল বিতরণ
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি )
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ৮০টি পূজামন্ডপে জি.আর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা হলরুম পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে জি.আর এর ডিও বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌর মেয়র আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপনের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, শহর পুজা উদযাপন পরিষদের আহবায়ক শুভ কুন্ডু প্রমুখ।