শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য আটক
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি )
বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট-আড়ংশাইল তিন মাথা মোড় থেকে গত ২১ অক্টোবর বুধবার দিনগত গভীর রাতে পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলোঃ বগুড়া সদর থানার বাদুড়তলা এলাকার ট্রাক ড্রাইভার আব্দুল কাদেরের পুত্র মুকুল ব্যাপারী(৫০), নামুজা ভান্ডারী পাড়া এলাকর হায়দার আলীর পুত্র বিপ্লব(৩০), জিগাতলা এলাকার বুলু মিয়ার পুত্র আরিফ কালু(৩৫), কাহালু উপজেলার আড়োলা মধ্যপাড়া এলাকার ফুলচানের পুত্র রায়হান হোসেন(২৫), মৃত আমজাদ পাইকাড়ের ছেলে মোক্তার পাইকাড়(৩১), জালাল হোসেনের পুত্র হাবিবুর রহমান (২৬), মিলন ফকিরের ছেলে আইয়ুব ফকির (২০)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আযাদ জানান, রাত অনুমানসাড়ে ১২ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট-আড়ংশাইল তিন মাথা মোড়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দেশীয় অস্ত্র ও একটি ট্রাক(ঢাকা মেট্রো ন-১৪-২৩৭৭) ফেলে পালানের চেস্টা করে। এসময় পুলিশ উক্ত ৭ জন ডাকাতকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৩ টি হাসুয়া, তিনটি লোহার রড সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ।