শেরপুরে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি)
বগুড়ার শেরপুরে ছোনকা বাজার এলাকায় একটি হোটেল থেকে আব্দুস সালাম (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুস সালাম তাড়াশ ধাপতেতুলিয়া এলাকার বয়তুল্লাহ প্রাং এর ছেলে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে রাজবাড়ী মিষ্টান্ন ভান্ডার হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর তাড়াশ ধাপতেতুলিয়া বাড়ী থেকে ছোনকা হোটেলে কর্মচারীর কাজ করার জন্য আসে। প্রতিদিনের ন্যায় কাজ শেষে রাত্রির খাবার খেয়ে শুক্রবার (৯ অক্টোবর) রাত্রি ১০টায় সালামসহ আরো ছয় জন কর্মচার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে সবাই উঠে কিন্তু সালামের কোন সাড়া না পেয়ে সহকর্মী রাজু (১৩) তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় পায়। হোটেল মালিক বিষয়টি পুলিশকে খবর দিলে পুুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, সালামে হার্টের সমস্যা ছিল। এ বিষয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান সাংবাদিকদের বলেন, হোটেলে থাকা সিসি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি এটা স্বাভাবিক মৃত। তাই লাশটি উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।