fbpx
শেরপুর

বগুড়ার শেরপুর সওজের ড্রেনেজ নির্মাণে নিন্মমানের সামগ্রী

বগুড়া সংবাদ ডটকম( শেরপুর প্রতিনিধি)
বগুড়ার শেরপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের ধুনটমোড় এলাকায় সড়ক বিভাগের অধিনে ড্রেনেজ নির্মান কাজ শুরু হয়। ধুনটমোড় এলাকা থেকে করতোয়া নদীতে পানি নিষ্কাশনের জন্য সড়ক বিভাগের অধিনে ৫ ফিট চওরা ৩০০ মিটার দৈর্ঘের ড্রেনেজটির ব্যায় হবে—টাকা।
কাজের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। তাদের অভিযোগ, ওই ঠিকাদার বর্তমান নামবিহীন ইট, নিন্মমানে খোয়া, সিমেন্ট নিয়ে আসে। সেই নিম্নমানের ইট, খোয়া, সিমেন্ট দিয়ে ড্রেনেজটির সলিং এর কাজ শুরু করেছে। এলাকাবাসী এ ব্যাপারে আপত্তি জানালে তিনি কাউকে তোয়াক্কাই করেননি। বরং সড়কের পাশে প্রকাশ্যে নিম্বমানের ইট রেখে কাজ করে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিন্মমানের ইট, খোয়া রাস্তার পাশেই রয়েছে সেগুলো ব্যবহার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক মিস্ত্রিরা বলেন, নামবিহীন ইট দিয়ে কাজ করা হচ্ছে। তেমন কিছু হবেনা। আবার এগুলো নিচে থাকবে কেউ দেখবে না তাই দিচ্ছে।
এলাকাবাসী জানান, আমরা বারবার আপত্তি জানিয়ে ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমানকে জানালেও কোনকিছুর তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছে। এই নিন্মমানের ইট খোয়া দিয়ে কাজ করার জন্যই ড্রেন অতিদ্রæত ভেঙ্গে গিয়ে পানি চলাচল বন্ধ হয়ে যায়। এবং এলাকাবাসী পানিবন্দি হয়ে দুর্ভোগ পোহাতে হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের ইঞ্জিনিয়ার মজিবুর রহমান জানান, নিন্মমানের ইট দিয়ে কাজ করা হচ্ছে বর্তমানে ভাল ইট পাওয়া যাচ্ছে না।
ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমান বলেন, ইটগুলো স্পেক্ট্রা কনস্ট্রাকশন থেকে নেওয়া হচ্ছে, তবে ১ নম্বর ইট, খোয়া দেওয়া কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =

Back to top button
Close