শেরপুরে ছয় বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ : গ্রেফতার ১
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল)
বগুড়ার শেরপুরে ছয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ওয়াজেদ আলী (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের আটমিনসা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, শিশুটির বাবা-মা ঢাকায় চাকরি করেন। তাই আটমিনসা গ্রামস্থ নানা মোজদার আলী প্রামাণিকের বাড়িতে থাকতো। কিন্তু প্রতিবেশি কিশোর নজরুল ইসলাম শিশুটির সঙ্গে খাতির জমান। একপর্যায়ে গত ২৯ সেপ্টেম্বর দুপুরের দিকে কৌশলে শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এমনকি ঘরের মধ্যে নিয়ে তাকে বলাৎকার করা হয়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে তার নানাসহ প্রতিবেশি অন্যান্য লোকজনকে জানায়। পরে ঘটনাটি জানিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেফতার করে। উক্ত ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।