শ্যালো মেশিন দিয়ে সরানো হচ্ছে পানি
শেরপুরে ডুবে যাওয়া ধান ও সবজি ফসল রক্ষায় কৃষকদের প্রাণান্তকর চেস্টা
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় এলাকায় নিম্নাঞ্চলের ডুবে যাওয়া শত শত বিঘার ধান ও সবজি ফসল রক্ষায় প্রাণান্তকর চেস্টা করছে ভূক্তভোগী কৃষকরা। তারা ফসলী মাঠের জলাবদ্ধতা দূর করার জন্য শ্যালো মেশিন বসিয়ে পানি অপসারণের চেস্টা করছে। প্রায় পক্ষকাল পেরিয়ে গেলেও সরকারি কোন দপ্তর কৃষকদের পাশে দাঁড়ায়নি।
এলাকাবাসী জানায়, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে বগুড়ার শেরপুর উপজেলার ঘোড়দৌড়, পারভবানীপুর, নগর এলাকাসহ কয়েকটি গ্রামের শত শত বিঘা জমির করলা, মরিচ, বেগুন, পোটল, শিম, ফুলকপি, বাধাকপি, কুমড়া ও আমন ধানের আবাদ ডুবে যায়। এ সকল কৃষি আবাদ রক্ষা ও জলাবদ্ধতা দূর করার জন্য সরকারি কোন দপ্তর এগিয়ে না আসলেও স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষরা সম্মিলিত প্রচেস্টার মাধ্যমে জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নেন। তারা প্রায় ১০ টি শ্যালো মেশিন বসিয়ে ১১ দিনে প্রায় ৪ ফুট পরিমান পানি কমে এনেছে।
এলাকার কৃষক জাকারিয়া, রব্বাানী, আবিদুর, হেটলু, আব্দুর রহিমন, আইজুল সহ অন্যন্যরা জানান, ১১ দিনে ঘোড়দৌড় মেঘাই খালের সাকোটির মুখ বন্ধ করে পানি অপসারনের চেস্টা করছি। এই ১১ দিনে ৪ ফুট পানি কমেগেছে। এতে অনেক জমি জেগে উঠেছে, রক্ষা পাচ্ছে কৃষি আবাদ। তারা জানান, এ বিষয়ে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা করতে সরকারি ভাবে সহযোগিতার চেষ্টা চলছে।