fbpx
শেরপুর

শেরপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজী না হওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি  )
বগুড়ার শেরপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজী না হওয়ায় মা-বাবার ওপর অভিমান করে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের পর এই ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. আকাশ হোসেন (১৭)। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামের আসাদুল ইসলামের ছেলে এবং স্থানীয় শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ হোসেন একই এলাকার সোনিয়া খাতুন (ছদ্মনাম) নামের এক মেয়েকে পছন্দ করতো। একপর্যায়ে ওই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেন আকাশ। কিন্তু তার বাবা ও মা এতে রাজী না হওয়ায় অভিমান করে বসেন। এমনকি ঘটনার দিন বেলা ১১টার দিকে নিজ ঘরের জানালা-দরজা বন্ধ করে তীরের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন। পরে আকাশের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর থানায় সংবাদ দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

nineteen − six =

Back to top button
Close