বগুড়ার শেরপুরে সহ¯্রাধিক গাছের চারা রোপন করলো রুপালী ব্যাংক ও বিএডিসি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে
বগুড়া সংবাদ ডটকম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রুপালী ব্যাংক ও বিএডিসি। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর খালের ওপর ওই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বগুড়ার সেচ প্রকল্পের পরিচালক এসএম শহীদুল আলম একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিএডিসি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, রুপালী ব্যাংক লিমিটেড বগুড়া জাহাঙ্গীরাবাদ শাখার ব্যবস্থাপক এএসএম আল ইমরান, কলোনী বাজার শাখা ব্যবস্থাপক মো. আব্দুল আলিম, অত্র বিশালপুল ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন, বিএডিসির সহকারী প্রকৌশলী স্বপ্নীল রায়, মো. মোছাদ্দেক হোসেন, প্রিয়নাথ রায়, উপ-সহকারি প্রকৌশলী মাসউদুল করিম রানা, আসমাউল বিন হাসান, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধন শেষে বিরাকৈর খালটির একপাশে সহ¯্রাধিক রকমারি ফলজ-বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।