শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) :
বগুড়ার শেরপুরে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার চতুর্থ তলা ভীত বিশিষ্ট চতুর্থ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শনিবার ( ৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসায় উদ্বোধন করা হয়েছে। শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনীয় এলাকা মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, শেরপুর থানা সাব ইন্সপেক্টর এবাদ আলী মোল্লা, শেরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ হারুন অর-রশিদ, এমপির পিএস কোরবান আলী মিলনসহ মাদ্রসার সকল শিক্ষক।