শেরপুরে বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শাড়ী ও লুঙ্গি বিতরণ
বগুড়া সংবাদ ডটকম( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। (০১ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার খন্দকার পাড়া এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কার্যক্রম শুরু হয়। এবং দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, আফতাব হোসেন তালুকদার, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, ইসহাক আলী, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, আবু রায়হান, মামুনুর রশিদ আপেল, জাকারিয়া মাসুদ প্রমুখ।
পরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার পাশাপাশি বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ৪শ অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী বিতরণ করা হয়।