শেরপুর
শেরপুরে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রুতিনিধি)
বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্টে রিপন হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিপন মির্জাপুর ইউনিয়নের সাগরপুর এলাকার গাবারু হোসেনের ছেলে। বুধবার (২ সেম্পেম্বর) সকাল সাড়ে ১১টায় সাগরপু এলাকায় নিজ বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার মো: রতন হোসেন জানান, বিদ্যুৎ না থাকায় নিজ বাড়ীতে ফ্যানের সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজ করছিল। হঠাৎ বিদ্যুৎ আসলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত ডা: তাকে মৃত ঘোষনা করে।