বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম : বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার এডহক কমিটির ১ম সভা গতকাল শুক্রবার সকালে বগুড়া ওয়াইএমসিএ সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির ১ম সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির সভাপতি রবার্ট রবিন মারান্ডি। এডহক কমিটির ১ম সভায় সংবিধান পাঠ, এসোসিয়েশনের সদস্য পদ সংক্রান্ত আলোচনা, সদস্য পদের চাঁদা নির্ধারন, পরবর্তী সভা ও সাধারন সভার তারিখ নির্ধারন সহ বহুবিধ সিদ্ধান্ত গৃহিত হয়। এডহক কমিটির সদস্যবৃন্দ এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে খৃষ্টীয় আদর্শকে মনেপ্রানে লালন করার মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সেবার মান আরো বৃহৎ পরিসরে করা হবে বলে জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডহক কমিটির উপদেষ্টা মিঃ সৌরভ বিশ্বাস, মিঃ দিলীপ মারান্ডি, যুগ্ম আহ্বায়ক মিঃ বুলবুল ব্যাপারী জর্জেট, সদস্য সচিব মিঃ আন্দ্রিয় মল্লিক, সদস্য মিঃ জেমস সুদিপ্ত দেওয়ারী, মিসেস মলিনা মন্ডল, মিসেস মার্গারেট বন্দনা জুই।