fbpx
সারাদেশ

 গাইবান্ধায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে বগুড়ার আলোকচিত্রীদের সংগঠন ‘বগুড়া ফটোগ্রাফি ক্লাব’।

বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ)
বুধবার সদর উপজেলার কামারজানিতে ৩৬৬টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। ১৯ অগাস্ট সারা বিশ্বে আলোকচিত্র দিবস হিসেবে পালিত হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব, উপদেষ্টা নোমান খান, আমিনুল শাওন, সামিউল হাসিব সম্পদ, খাইরুল সামির প্রমুখ। কামারজানি গ্রামে প্রতিজনকে দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল ও পিঁয়াজ, দেড় কেজি আলু, আধা কেজি লবণ ও একটি সাবান। ত্রাণ কার্যক্রম সম্পর্কে তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, বগুড়া ফটোগ্রাফি ক্লাব সদস্যরা নিজেদেরকে ফটোগ্রাফির মধ্যে সীমাবদ্ধ না রেখে ২০১৫ সাল থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম করে আসছে।
“এর মধ্যে উল্লেখযোগ্য হলো বৃক্ষরোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, প্রতি ঈদে পথশিশুদের নতুন কাপড় প্রদান ও তাদের নিয়ে ইফতার আয়োজন এবং বন্যার্তদের সহায়তা প্রদান। ”সামনের দিনগুলোতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখারও আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Back to top button
Close