fbpx
শেরপুর

শেরপুরে বাস চাপায় পথচারী নিহত

বগুড়া সংবাদ ডটকম( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) :
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় আনোয়ারুল হক সেখ (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহত আনারুল শেখ ধুনট উপজেলার শ্যাম গাথি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত আনোয়ারুল হক সেখ পেশায় একজন ভ্যান চালক। তিনি ঘটনার সময় মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিতু এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো ব-১৩-১৫০৭) দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারুল হককে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনায় থানায় একটি মামলা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

5 × two =

Back to top button
Close