শেরপুরে নন এমপিও শিক্ষকদের প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনা প্রদান
বগুড়া সংবাদ ডটকম( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) :
বগুড়ার শেরপুরে দাখিল ও সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত বিশেষ প্রনোদনা বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ২৮৩জন শিক্ষক-কর্মচারীদের মাঝে বিরতর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী, শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল হক, শহর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, শেরপুর উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, শেরপুর সরকারী ডি.জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব সহ এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারিবৃন্দ। উপজেলা সুত্রে জানাযায়, ২৬৬জন শিক্ষকদের মাঝে ৫ হাজার টাকা ও ১৭জন কর্মচারীদের মাঝে ২হাজার ৫শ টাকা করে বিতরণ করা হয়।