সোনাতলায় ইসলামী ব্যাংকের বাজার উপ-শাখা উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম সোনাতলা (বগুড়া) সংবাদদাতা:বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সোনাতলা বাজার ৯৪তম উপ-শাখা (গাজী প্লাজায়) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের বগুড়া জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন।

ব্যাংক কর্মকর্তা মোঃ তাওহিদুল ইসলাম শিকদার অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন। এরপর ফুল দিয়ে বরণ করে নেয়া হয় অতিথিবৃন্দকে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল-মাসউদ চৌধুরী,সোনাতলা শাখা প্রধান এসপিও মোঃ তৌহিদ রেজা এবং সোনাতলা বাজার উপ-শাখার ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার মোঃ হুমায়ুন কবির প্রমুখ। উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, মাও.মোঃ আব্দুর রহিম মাস্টার,ডা.নূরুল আমিন, সোনাতলা পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল,জহুরুল ইসলাম শেফা মন্ডল,গাজীপ্লাজার সত্ত্বাধিকারী সাহাজুল ইসলাম টুকু গাজী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে প্রধান অতিথি ফিতা কেটে বাজার উপ-শাখা ব্যাংকটির উদ্বোধন করেন।