শেরপুরে কোচের ধাক্কায় প্রাণ গেল এক ভাইয়ের
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন আপন দুই ভাই। আজ রোববার (১১ আগষ্ট) ভোর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর ধুনট মোড়ে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কোচের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল আমিনুল ইসলাম (২৫) নামের এক ভাইয়ের, আরেক ভাই আনোয়ার হোসেন (২২) গুরুতর আহত হয়ে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি।এলাকাবাসী জানান, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বেড়েরবাড়ি গ্রামের শাহা আলীর দুই ছেলে আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করেন। ঈদের ছুটি পেয়ে তারা বাড়ি ফিরছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় কোচ থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় বগুড়াগামী একটি কোচ দু’ভাইকে চাপা দেয়। এতে আমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত হন আরেক ভাই আনোয়ার হোসেন। স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।