ধুনটের কালেরপাড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কান্তনগর বাজারে প্রধন অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাস্টারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুজ্জামান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, কালেরপাড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, ডা. অমল কুমার ঘোষ, ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ঠান্ডু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চপল ও ৩নং ওয়ার্ডের বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার প্রমূখ।