কাহালু থানা পুলিশের উদ্দ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন
বগুড়া সংবাদ ডট কম কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শনিবার বগুড়ার কাহালু থানার আয়োজনে থানা চত্বরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন থানা পুলিশ প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফিুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ উদ্দিন, সেকেন্ড অফিসার শাহিন কাদির, এস আই আশিকুর রহমান (আশিক), মহিউদ্দিন, গাওছুল আজম ইবনে এফতিখায়ের ইসলাম, মেহেদী হাসান, খোকন চন্দ্র ভৌমিক, শামীম হোসেন, গুলবাহার, দুলাল হোসেন, হাফিজুর রহমান, মুকুল চন্দ্র বর্মন, খয়ের উদ্দিন, বরকত আলী, এ এস আই ওবায়দুল ইসলাম, জাহিদুল ইসলাম, মিলন হোসেন, আলমগীর হোসেন, জহুরুল ইসলাম, মমতাজ আলী, আরোজ আলী সহ কাহালু থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।